লম্বা সময়ের জন্য বাংলাদেশের স্পিন কোচের দায়িত্বে হেরাথ

লম্বা সময়ের জন্য বাংলাদেশের স্পিন কোচের দায়িত্বে হেরাথ

ক্রীড়া প্রতিবেদক : লম্বা সময়ের জন্য বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কান এই কিংবদন্তিকে আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সাকিব-তাইজুলদের দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য এর আগেও তিনি টাইগারদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবারই কোচ হিসেবে নিয়োগ পেলেন এই লঙ্কান স্পিনার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি ক্রিকবাজকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজের পর আজ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে মুমিনুল হকের দল। আর সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ।

উল্লেখ্য, চলতি বছর জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন হেরাথ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতেও তার সার্ভিস পেয়েছিল বাংলাদেশ। সবশেষ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দলের সঙ্গে যোগ দেননি তিনি।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর