শেখ হাসিনার উন্নয়ন সহ্য হচ্ছে না, তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্র: পরিকল্পনা প্রতিমন্ত্রী

শেখ হাসিনার উন্নয়ন সহ্য হচ্ছে না, তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্র: পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন একটি মহলের সহ্য হচ্ছে না, বিধায় তারা এ ধরনের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করবে। তাই তাদের থেকে সাবধান থাকতে হবে।’

আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা সবার দায়িত্ব। তাই বর্তমান সরকারের স্লোগান-ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে আমাদের চলতে হবে এবং জীবন পরিচালনা করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং সহাকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, এএসপি ইয়াছির আরাফাত।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ