প্রবাসী বাংলাদেশিরা আমাদের বাড়তি অনুপ্রেরণা : জামাল ভূঁইয়া

প্রবাসী বাংলাদেশিরা আমাদের বাড়তি অনুপ্রেরণা : জামাল ভূঁইয়া
স্পোর্টস ডেস্ক :  ভেন্যু ছিল সিলেট। করোনার কারণে সাফ চ্যাম্পিয়ন আয়োজন থেকে বাংলাদেশ সরে দাঁড়ালে দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার সুযোগ লুফে নেয় মালদ্বীপ। সিলেটে খেলা হলে জামাল ভূঁইয়াদের বড় অনুপ্রেরণা হতো দর্শক। গ্যালারিভর্তি মানুষের করতালি আর গগনবিদারী চিৎকার সাহস বাড়িয়ে দিতো লাল-সবুজ জার্সিধারীদের।

কিন্তু খেলা মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে। মাত্র ৫ হাজার দর্শক পাবে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ। মাঠে ঢুকতে হলে আবার করোনা টিকা গ্রহণের সনদ থাকা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক দেশের সমর্থকদের এই উপস্থিতি তাদের অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘দর্শকের কিছু থাকবে বাংলাদেশি। মালদ্বীপে কর্মরত বাংলাদেশিরা আমাদের বাড়তি অনুপ্রেরণা।’

প্রতিপক্ষ ও নিজেদের লক্ষ্য নিয়ে জামাল বলেন, ‘শ্রীলঙ্কা অবশ্যই ভালো দল। আমাদের প্রস্তুতিও ভালো। আমরা ইতিবাচক ফুটবল খেলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করা। তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর