প্রতিপক্ষ ইসরায়েলের, কোর্টেই নামলেন না সুদানি জুডোকা

প্রতিপক্ষ ইসরায়েলের, কোর্টেই নামলেন না সুদানি জুডোকা
স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক ইসরায়েলকে বয়কটের অনন্য নজির স্থাপন করছেন মুসলিম ক্রীড়াবিদরা। জুডো ইভেন্টে ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলার চেয়ে অলিম্পিক থেকে সরে যাওয়াই শ্রেয় হিসেবে বেছে নিয়েছেন তারা।

প্রথমে আলজেরিয়ান জুডোকা ফেথি নওরিন আর এবার সুদানের মোহাম্মদ আব্দুল রাসুল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে অলিম্পিকের জুডো ইভেন্ট থেকে। দুজনেরই কারণ অভিন্ন।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করেনি আন্তর্জাতিক জুডো ফেডারেশন। কী কারণে আব্দুল রাসুল খেলেননি তা-ও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

তবে দ্য গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে দেখেই রাউন্ড অব ৩২-এ নামেননি আব্দুল রাসুল। এ বিষয়ে সুদানের অলিম্পিক অফিসিয়ালরাও মুখ খোলেনি।

এদিকে গত শনিবার বুটবুলের বিপক্ষে ম্যাচ পড়ায় তা খেলতে রাজি হননি আলজেরিয়ার জুডো ফেথি নওরিন। যে কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশন তাদের ফেথি ও তার কোচকে নিষেধাজ্ঞা দিয়েছে।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর