রংপুর লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালিত

রংপুর লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মসূচি পালিত

রংপুর প্রতিনিধি : রংপুর লায়ন্স ক্লাবের নতুন কমিটির আয়োজনে মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প ও করোনা মহামারীতে রিক্সা ও অটো পুলারদেরকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। ০৯ জুলাই শুক্রবার বিকালে লায়ন্স ক্লাবের প্রাঙ্গনে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। রংপুর লায়ন্স ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট লায়ন এ.কে.এম বানিউল আদম বাবুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, ক্লাব ট্রেজারার শাহিন, আই পিপি লায়ন হাসান মাহমুদ ্খতার লোটন, লায়ন এনামুল হক সোহেল, লায়ন নাসরিন হক ববি, লায়ন আজহারুল ইসলাম দুলাল, লায়ন আল হেলাল, লাযন মেজর (অব) নাসিম উদ্দীন, লায়ন ড. সঞ্জিত কুমার সরকার দূরন্ত, লায়ন ফরিদ আহমেদ রুমি, লায়ন দেলওয়ার হোসেন রিপন, লায়ন উম্মে হাবিবা স্মৃতি, লায়ন জাভেদ হাসান, লায়ন ফারহানা হাসান বিথি, লায়ন মিনাল, লায়ন অনিন্দ্য, লায়ন সুলতানা মাহমুদ, লায়ন জেবুন্নেসা, লায়ন মিতু ও লায়ন জুথি প্রমূখ। অনুষ্ঠানে অস্বচ্ছল রোগির স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ, গাছের চারা, হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

 

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান