যুব এশিয়ান ফুটবলে কুয়েতে খেলবে বাংলাদেশ

যুব এশিয়ান ফুটবলে কুয়েতে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। শুক্রবার টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

বাছাইপর্বে খেলতে বাংলাদেশ যাবে কুয়েতে। এই গ্রুপের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশটি। ‘ডি’ গ্রুপের চার দল হচ্ছে- সৌদি আরব, বাংলাদেশ, কুয়েত ও উজবেকিস্তান।

আগের টুর্নামেন্টের পারফম্যান্সের কারণে এবার বাংলাদেশ দুই নম্বর পটে জায়গা পেয়েছিল। ভারত ছিল ৩ নম্বর পটে। বাংলাদেশ পটের অন্য ৫ দেশ ছিল কাতার, বাহরাইন, তাজিকিস্তান ও ওমান।

১ নম্বর পটে ছিল সৌদি আরব, জর্দান, সিরিয়া, আরব আমিরাত, ইরাক ও ইরান। ৩ নম্বর পটে ভারতের সঙ্গে ছিল কুয়েত, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, লেবান ও ইয়েমেন।

দুই জোনে ভাগ করে ৪২ দেশের মধ্যে এই ড্র অনুষ্ঠিত হয়। ৮ পট থেকে লটরির মাধ্যমে ১১ গ্রুপে ভাগ করা হয়। ভারত পড়েছে ‘ই’ গ্রুপে। এই গ্রুপের খেলা হবে আরব আমিরাতে। ‘ই’ গ্রুপের অন্য দুই দল ওমান ও কিরগিজস্তান।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর