শিমুলিয়ায় ভেঙে গেছে ফেরির পন্টুন

শিমুলিয়ায় ভেঙে গেছে ফেরির পন্টুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ইয়াসের প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় বুধবার ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। প্রবল ঢেউয়ে ভেঙে গেছে ২ নম্বর ফেরি ঘাটের পন্টুন।

এদিন সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি রো রো ফেরি ছেড়ে গেলেও সারাদিন নৌরুটে কোনো প্রকার নৌযান চলাচল করেনি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠে পদ্মা। এতে ঢেউ আছড়ে পড়ে শিমুলিয়া ঘাটের পন্টুরে। সকাল ৮টার দিকে ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। পরে ছোট টুকরো পন্টুনটি পদ্মা নদীর তীরে বেঁধে রাখা হয়।

সারাদিন ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়ায় দক্ষিণবঙ্গের যাত্রী সাধারণ বিপাকে পড়ে। ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় তাদের ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে দেখা যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক (বানিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল পদ্মা অববাহিকায় সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রবল ঢেউয়ের তোড়ে শিমুলিয়ার দুই নম্বর ঘাট কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। নদীর ঢেউ কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুর রহমান জানান, সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় যাত্রীসহ যানবাহন ঘাটে আটকা পড়ে।

 

More News...

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌনে ৮ কোটি টাকা