ড্রয়ের দিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

ড্রয়ের দিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

স্পোর্টস ডেস্ক : বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কারণ এই ম্যাচের চতুর্থদিন এরই মধ্যে শেষ হয়েছে, যদিও এখনো শ্রীলঙ্কার প্রথম ইনংস শেষ হয়নি।

শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের ডাবল ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫১২ রান করেছে শ্রীলঙ্কা। তারা এখনো ২৯ রানে পিছিয়ে আছে। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি শ্রীলঙ্কার।

এদিনে বল হাতে কোনো উইকেটই শিকার করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ২২৯। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, থিরিমানে ৫৮, ফার্নান্দো ২০, ম্যাথিউস ২, ধনঞ্জয়া ১৫৪*; তাসকিন ১/৯০, মারাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬)।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর