বৃদ্ধকে উৎখাত করার প্রতিহিংসা বশত গর্ত খনন

বৃদ্ধকে উৎখাত করার প্রতিহিংসা বশত গর্ত খনন
জুয়েল ইসলাম , রংপুর : কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের দক্ষিণ কুটিপাড়া গ্রামের পাগালুর পুত্র আশরাফ আলী (৪ ৮)  গর্ত খনন করে।
বৃদ্ধ তহির উদ্দিন (৯০) ঘর সংলগ্ন গর্ত খনন করায় বৃদ্ধের ঘর গর্তের মধ্যে পড়ে ভেঙ্গে যায়। বৃদ্ধ তহিরের ২ পুত্র বড় ছেলে ফজিদুল (৪২) ব্লাড ক্যানচারে মারা যায়। ছোট ছেলে শাহজাহান (৩৮) অর্থের অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃদ্ধ তহিরের কেউ না থাকায় বৃদ্ধ তহিরকে উৎখাত করার প্রতিহিংসা বশতঃ আশরাফ গর্ত খুরে বৃদ্ধের ঘর ধ্বংস করে।
বৃদ্ধ তহির অভিযোগ করে জানায়, আশরাফ কে গর্ত ভরাট করার জন্য অনুরোধ, অনুনয়- বিনয় করলে সে বলে এই ভরাট করছি, করে দিচ্ছি বলে কাল ক্ষেপন করেই যাচ্ছে। গর্ত ভরাটের ব্যাপারে আশরাফের সাথে কথা বলে জানা যায়, তার হাতে পয়সা নাই। চট্টগ্রামে কাজে আছে। টাকার ব্যবস্থা হলে গর্ত ভরাট করে দিবে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ