সন্ধ্যা ৬:১৭, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:

খালেদার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবিতে তাঁতী দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী তাঁতী দল।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুড়ে, ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়।
মিছিলে তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাটারা থানা তাঁতী দলের আহ্বায়ক আবদুল মান্নান, ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সদস্য সচিব আবদুল হান্নানসহ অনেকে অংশ নেন।