মালিক পক্ষের অসহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে : ফায়ারের ডিজি

মালিক পক্ষের অসহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে : ফায়ারের ডিজি

সীতাকুণ্ড সংবাদদাতা : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, বিএম কনটেইনার ডিপোর মালিক পক্ষের অসহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। কোন কনটেইনারে কি পণ্য আছে তা নিশ্চিত হতে হবে। তবে মালিক পক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।

মহাপরিচালক আরও জানান, আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই তাদের পাঁচজন কর্মী নিহত এবং গুরুতর আহত ২১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। আগুন নেভানোর সময় কনটেইনার বিস্ফোরিত হচ্ছে। যে কারণে কোনো কনটেইনারে কি পণ্য আছে তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

কিন্তু বিএম কনটেইনার ডিপো বা স্মার্ট গ্রুপের মালিক পক্ষ বা কোনো কর্মকর্তা সহযোগিতা করছে না, বলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বিএম কনটেইনার ডিপো স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান বলে জানা গেছে।

এদিকে, একই কথা বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোর মালিক পক্ষ কোনো রকম সহযোগিতা করছে না। যে কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বিলম্ব হচ্ছে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ