সন্ধ্যা ৬:৪৪, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

দুপুরে দেশে ফিরছেন ২৮ নাবিক, রয়ে গেছে হাদিসের লাশ

দেশের উদ্দেশ্যে রওয়ানা  হয়েছেন ইউক্রেনে আটকে পড়া জাহাজের ২৮ নাবিক। আজ বুধবার দুপুরে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তাদের। ভয়াবহ অভিজ্ঞতা ১৩ দিন পর দেশে ফিরলেও তাদের সহকর্মী নিহত হাদিসুর রহমানের লাশ রয়ে গেছে ইউক্রেনেই।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানিয়েছেন, রোমানিয়ার বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১০টায় রওনা দিয়েছেন ২৮ নাবিক। বুধবার বেলা পৌনে ২টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসাইন বলেন, ‘প্রক্রিয়াগত জটিলতার কারণে এখনই আসছে না হাদিসুরের লাশ। ছয় থেকে সাত দিন পর তার মরদেহ আনা হতে পারে। এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (চার্টারিং ও পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, ইউক্রেনের অলভিয়া বন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তবে কবে নাগাদ জাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনা হবে তা এখনই বলতে পারছে না বিএসসি।

উল্লেখ্য, বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে ইউক্রেনের অলভিয়া বন্দরে গিয়েছিল। গত ২২ ফেব্রুয়ারি জাহাজটি অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হলে সাধারণ পণ্যবাহী (বাল্ক ক্যারিয়ার) জাহাজটি ওই বন্দরে আটকা পড়ে। ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।