রাত ১:০৮, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে এবং দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সদর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় যুবক আরফাত সাকিব বলেন, একটি লন্ড্রির দোকানে হঠাৎ আয়রন বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। লন্ড্রির দোকান থেকে আগুন এভাবে সৃষ্টি হবে এবং পুরো উখিয়াকে স্তব্ধ করবে ভাবিনি। একজন মারা গেছেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় সেনাবাহিনী এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস সদস্যদের সাহসী এবং দ্রুত পদক্ষেপের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার বড়ুয়া বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে একজন নিহতের পাশাপাশি আমাদের কর্মীসহ অনেকেই আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় নিজের দোকানের জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে মোহাম্মদ আলী আটকা পড়ে দগ্ধ হয়ে নিহত হন।
স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নিহত মোহাম্মদ আলী বালিশ-তোষকের ব্যবসা করতেন। এশার আজানের পর স্থানীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে হিসাব করলে অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসাইন এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।