দুপুর ১২:১৯, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা সফরে আসছেন অস্ট্রেলিয়ান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চল‌তি সপ্তাহে ঢাকা সফরে আসছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান আলি। ঢাকা থেকে তার দি‌ল্লি সফরে যাওয়ার কথা রয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানা‌নো হ‌য়ে‌ছে, অস্ট্রেলিয়ান মন্ত্রী অ্যান আলি চলতি সপ্তাহে বাংলাদেশ ও ভারত সফর করবেন। শুরু‌তে তি‌নি ঢাকা সফর কর‌বেন। ঢাকা সফর শে‌ষে দি‌ল্লি যা‌বেন আলি।

অ্যান আলি বলেন, আমি ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও গভীর করার জন্য এই সপ্তাহে বাংলাদেশ ও ভারত সফর করব। বাংলাদেশে আমি অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব পরিকল্পনা ২০২৫-২০৩০ চালু করার মাধ্যমে আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতা তুলে ধরব।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে উত্তরণকে স্বাগত জানায়। এই প্রচেষ্টাগুলো সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোও পরিদর্শন করব, যেখানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়। এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় এবং জটিল মানবিক সংকট।

বিবৃতি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মিয়ানমার এবং বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তার জন্য আরও ৩৭০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।