ময়মনসিংহে নেক্সাস হাসপাতালে “ক্যাথল্যাব” উদ্বোধন

ময়মনসিংহে নেক্সাস হাসপাতালে “ক্যাথল্যাব” উদ্বোধন

মাসুদ রানা, ময়মনসিংহ ব‍্যুরো : বেসরকারী খাতে দেশবরেণ‍্য প্রখ‍্যাত কার্ডিওলজিস্টদের সরাসরি তত্বাবধানে বৃহত্তর ময়মনসিংহের নেক্সাস হাসপাতালেই সর্বপ্রথম বিশ্ব বিখ্যাত ব্রান্ড জার্মানির সিমেন্স কোম্পানির সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন “ক্যাথল্যাব” উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাখলা মোড়ে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। নেক্সাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিক সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন আহমেদ প্রফেসর ডা. হাসিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. গোবিন্দ কান্তি পালসহ অন্যান্য বক্তারা।

আলোচনা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তালতলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা আব্দুর রহমান হাফিজী। উদ্বোধন শেষে ক্যাথল্যাব স্থাপন প্রসঙ্গে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিক সালাউদ্দিন স্বাধীন মতকে জানান, ময়মনসিংহের নেক্সাস হাসপাতালের জন্য আজকে একটি বিরল দিন। আজকে আমাদের হাসপাতালে একটি সর্বাধুনিক প্রযুক্তির সম্পন্ন নতুন “ক্যাথল্যাব” উদ্বোধন করা হয়েছে। এটি স্থাপন করায় এখানে বিভিন্ন ধরণের জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসায় এই সর্বাধুনিক ক্যাথল্যাব সহায়ক হবে। সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নেক্সাস হাসপাতালে “ক্যাথল্যাব” স্থাপন করা হয়েছে। এখানে এনজিওগ্রাম, হার্টের রিং স্থাপন, পেসমেকার, কিডনি ডায়ালাইসিসসহ সব ধরনের চিকিৎসা সেবা স্বল্প মূল‍্যে প্রদান করা হবে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ