ময়মনসিংহে অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট করলেন মৎস্য কর্মকর্তা

ময়মনসিংহে অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট করলেন মৎস্য কর্মকর্তা

ময়মনসিংহ ব‍্যুরো: ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর পরিচালিত এক অভিযানে ভাবখালীর বড়বিলা থেকে প্রায় ৭৫০ ফিট অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও পরবর্তীতে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। গত মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন। এ সময় তিনি বলেন, পরিবেশ ও মাছের জীবন বৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

এ জালে ছোট বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। সেকারণে নদী, খাল- বিলে বসবাসরত মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্তির পথে। এই জাল ব্যবহারে আমাদের দেশীয় প্রজাতির মাছের জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়েছে। এ জালের ব্যবহার বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ দেলোয়ার হোসেন খানসহ আইন শৃঙ্খলাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ