আনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরষ্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

আনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরষ্কার প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

শুভ বসাক, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছ। মঙ্গলবার সকালে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আফছারসহ অন্যান্য শিক্ষক ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শেখ সজল, যুগ্ন আহ্বায়ক ওমর ইসলাম,যুগ্ন আহ্বায়ক মোঃ মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।

উল্লেখ্য,১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হয়।একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুবছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদান করে। বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায়, বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান