ময়মনসিংহে ঈদ আনন্দ উপলক্ষে কুঠির শিল্প পণ্য মেলা শুরু 

ময়মনসিংহে ঈদ আনন্দ উপলক্ষে কুঠির শিল্প পণ্য মেলা শুরু 
ময়মনসিংহ প্রতিনিধি : ঈদ আনন্দ উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন চত্বরে ক্ষুদ্র কুঠির শিল্প পণ্যমেলা শুরু হয়েছে। সোমবার রাতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলমের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক মাহফুজুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আনোয়ারা খাতুন, কোতোয়ালি মডলে থানার অফিসার ইনর্চাজ শাহ কামাল আকন্দসহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসনের র্কমর্কতা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলকেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থতি ছিলেন। আলোচনা শেষে দেশের নামকরা কণ্ঠশিল্পী লায়লা আখ ক্ষেতে ছাগল বন্দি পানি বন্দি মাছ গান গেয়ে মেলায় আগতদের আনন্দে মেতে উঠতে উৎসাহদেন।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ