ক্লুলেস ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন ও পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

ক্লুলেস ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন ও পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ছোট রাউতা ব্রাহ্মনপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ। এদের মধ্যে একজনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন, বেড়াডাঙ্গা জেলেপাড়ার রবি চন্দ্র দাসের ছেলে অনিল চন্দ্র দাস, ছোট রাউতা এলাকার কালিদাসের ছেলে রঙ্গিয়া দাস ও সৈয়দপুরের লক্ষনপুর সরকারপাড়ার নজরুলের ছেলে নজু মামুদ।

গত ৩০এপ্রিল গভীর রাতে মুখোশধারী ৮থেকে ১০জনের ডাকাত দলটি পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুন্ঠন করে নগদ ১লক্ষ ৮৮হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন তৈজসপত্র। ঘটনার ৬দিনের মাথায় বিশেষ অভিযান চালিয়ে ক্লুলেজ ঘটনার রহস্য উদঘাটন করে ডোমার থানার পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় খোয়া যাওয়া অর্থ, স্বর্ণালঙ্কার, তৈজসপত্র পুরোহিত বিজয় চক্রবর্তীর পরিবারের হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে অনিল চন্দ্র দাসকে ৩দিনের রিমান্ড দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপকর্মের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল (পিপিএম সেবা) মোঃ মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম,ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

More News...

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা