কুলিয়ারচরে বড় ভাইয়ের জানাযা নামাজে বাঁধা দেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

কুলিয়ারচরে বড় ভাইয়ের জানাযা নামাজে বাঁধা দেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাওনাকৃত ৭০ হাজার টাকার জন্য আপন বড় ভাইয়ের জানাজা নামাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (৩মে) দিবাগত রাতে কুলিয়ারচর পৌর এলাকার সিংলা মহল্লায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সিংলা মহল্লার আলতাফ উদ্দিন ভূইয়ার চার ছেলের মধ্যে এমাদ মিয়া সবার বড় এবং সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়া সবার ছোট। কিছুদিন আগে বড় ভাই এমাদ মিয়া বাড়ি নির্মাণের সময় ৭০ হাজার টাকা ধার নেয় ছোট ভাই আরশ মিয়া কাছ থেকে। এমাদ মিয়া ক্যান্সারের রোগী ছিলেন। গত বুধবার হঠাৎ এমাদ মিয়ার মৃত্যু হলে, সন্ধ্যায় এমাদ মিয়ার জানাজা পড়তে এলাকাবাসী জড়ো হয়। তখন ফোনে পাওনা টাকার কথা জানান সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়া। এসময় মরহুম এমাদ মিয়ার মেয়ের জামাতা চেকের মাধ্যমে টাকা দিতে চাইলে, নগদ টাকা না পেলে জানাজা পড়তে দেওয়া হবে না জানানো হয়। এরপর উপস্থিত এলাকাবাসী সহায়তায় টাকা মেনেজ করে ছোট ভাই আরশ মিয়ার পরিবারের কাছে টাকা বুঝিয়ে দিয়ে জানাযা নামাজ ও মরহুমের দাফন সম্পন্ন করে এলাকাবাসী।

এমাদ মিয়ার ছেলে সিয়াম বলেন, বাবার মৃত্যুর পর ছোট চাচা আরশ মিয়া ফোনে জানান তার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত জানাজা বা দাফন করতে দেওয়া হবে না। টাকা না দিতে পারলে প্রয়োজনে দুইবছর লাশ এভাবে পরে থাকবে। এভাবেই তিনি ফোনে বাবার জানাজার সময় বাঁধা দেন।

সিঙ্গাপুর প্রবাসী আরশ মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকের বলেন, জানাজার নামাজে বাঁধা দেওয়ার ঘটনাটি মূলত ঘটিয়েছে বড় ভাই মোতাহার। সে আমার বদনাম করার জন্য এ কাজটি করেছে। আমি বর্তমানে সিঙ্গাপুর আছি। আমার এত সময় কই টাকার জন্য ঝামেলা করার? আমি শুধু দুইবার টাকা পাওনার কথা জানিয়েছি কিন্তু এখনই টাকা দিতে হবে, না হলে জানাজা দিতে দিবো না এসব আমি কিছুই বলিনি।

তিনি আরও বলেন বড় ভাই মোতাহারের কাছেও আমি অনেক টাকা পাই। এপর্যন্ত বিভিন্ন ভাবে সে ৬/৭ লাখ টাকা নষ্ট করেছে। মূলত সে-ই এ কাজটি করিয়েছে আমাকে সবার চোখে খারাপ সাজানোর জন্য। বাস্তবতায় ৭০ হাজার টাকা এখন পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি।

তবে আলতাফ ভূইয়ার দ্বিতীয় ছেলে মোতাহার ছোট ভাই আরশের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আরশ অসংখ্য মানুষের সামনে ফোনে জানিয়েছে টাকা ছাড়া তার বড় ভাইয়ের জানাজা পড়তে দেওয়া হবে না। লাউড স্পিকারে এলাকাবাসী তা শুনেছে। তার সাক্ষী এলাকাবাসী।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ