তিতাসে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তিতাসে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসের অসহায় মানুষের পাশে তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশন ধারাবাহিক ভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। গত২২ মার্চ বুধবার বিকেল ৪টায় উপজেলার জগতপুর সাধানা উচ্চ বিদ্যালয মাঠ প্রাঙ্গনে মানবিক এই সংগঠনটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনটির প্রতিষ্ঠাতা জসিম সরকারের পরিচালনায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রবাসী সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সংগঠনটির সদস্যদের উদ্যোগে তিতাস উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ৯০টি পরিবারের মাঝে মুড়ি,বুট, ডাল, তেল, আলু,পেয়াজ চিনি,ট‍্যাংসহ যাবতী নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় অতিথি ছিলেন সাতানী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম সরকার, জগতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক, জাগ্রত একতা সংঘের সভাপতি হাজী শফিকুল ইসলাম, তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সায়েম সরকার,শফিকুল ইসলাম ভূঁইয়া, রুবেল মিয়া ও আল আমিন মাষ্টার।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, সংগঠনের সদস্য মো.শরীফ মিয়া, জাহিদ হোসেন, নাহিদ,হাসান, সাজ্জাদ, মারুফ, রাকিব প্রমুখ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ