টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত আহত ২

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত আহত ২
টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  জহুরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল কুদ্দুস নুরু মিয়ার ছেলে।
দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকের সহকারী মো. হায়দার জানান, তারা ঘোড়াশাল থেকে চিনি নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। পথে কালিহাতী উপজেলার এলেঙ্গা চরভাবলা এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আলু ভর্তি ট্রাকের চালক নিহত হন। এসময় আহত হন চিনি ভর্তি ট্রাকের চালক এবং আলু ভর্তি ট্রাকের সহকারী। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার ওসি সফিকুল ইসলাম  জানান, আহত দুইজনের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন