মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ যুব সমাজের মাহফিল ১৭ মার্চ অনুষ্ঠিত হবে

মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ যুব সমাজের মাহফিল ১৭ মার্চ অনুষ্ঠিত হবে

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ থেকে : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মেন্দিয়াবাদ যুব সমাজের আয়োজনে ষষ্ঠ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী ১৭ মার্চ,শুক্রবার অনুষ্ঠিত হবে।

উপজেলার ভয়াং মরহুম পীর সাহেবের জ্যেষ্ঠ সন্তান আলহাজ কারী মোঃ ইসমাইল সাহেব এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন চতরা ওলামা মঞ্জিল ছালেহিয়া দ্বীনিয়িয়া মাদ্রাসার সেক্রেটারি হযরত মাওলানা এ কে এম মোতাহার হোসেন সুফি সাহেব হুজুর।

বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মির্জাগঞ্জ উপজেলা শাখার তালিম ও তরিকত সম্পাদক এবং সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও লানা এ বি এম শামসীর আলী খান, মেন্দিয়াবাদ গ্রামের কীর্তি সন্তান ও মেন্দিয়াবাদ যুব সমাজের প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ আলমগীর হোসেন এবং পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান -১ আব্দুল্লাহ আল জাবির (সোহেল ভুঁইয়া) উপস্থিত থাকবেন।

ঢাকা আশুলিয়ার ভাদাইল-ধামসোনা জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামিয়া নুরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রধান বক্তা ও চতরা ওলামা মঞ্জিল ছালেহিয়া দ্বীনিয়িয়া মাদ্রাসার মুদীর হযরত মাওলানা নেছারউদ্দীন আহম্মদ এবং মির্জাগঞ্জ (সুবিদখালী) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ ওবায়দুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে ইসলামিক আলোচনা করবেন।

মাহফিল পরিচালনা ও ব্যবস্থাপনায় রয়েছেন মেন্দিয়াবাদ গ্রামের কীর্তি সন্তান সহকারী পুলিশ পরিদর্শক এম এ বারেক মিয়া বাদল, মাওলানা দীন মোহাম্মাদ, মোঃ টিপু মল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ মনজুরুল আলম শিমুল সিকদার, এ্যাডভোকেট আকন মুহাম্মাদ সাহাবুদ্দিন শিহাব, সাবেক মেম্বার ও অস্ট্রিয়া প্রবাসী মোঃ রুবেল মল্লিক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আহসান শাহরিয়ার সোহেল (ঢাঃ বিঃ), স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ বাবুল মুন্সী (রানীপুর), মোঃ কামরুজ্জামান মুন্সী (রানীপুর), মোঃতাজউদ্দিন মল্লিক,মোঃ শফিকুল ইসলাম শিমুল মল্লিক,মোঃ লকিতুল আকন, মোঃ গোলাম রহমান কামাল আকন, মোঃ রাজ্জাক মল্লিক, মোঃ শিপন মল্লিক, মোঃ শাহজাদা খান, মোঃ বেল্লাল হোসেন মল্লিক, মেন্দিয়াবাদ যুবসমাজের প্রধান উদ্যোক্তা এইচ এম বেল্লাল হোসেন, মোঃ ইব্রাহীম মল্লিক, মোঃ কামাল মল্লিক, মোঃ নাসির উদ্দিন সিকদার, মোঃ আখতারুজ্জামান পাভেল, মোঃ মামুন হাওলাদার মুরাদ(দেউলী), শাহাজাদা আকন, মোঃ রিপন মল্লিক, মোঃ জুয়েল মুন্সী (রানীপুর), মোঃ সহিদুল মল্লিক, মোঃ আসলাম মল্লিক, মোঃ শেখ ফরিদ হোসেন, মোঃ দুলাল খন্দকার, মোঃ জামাল মল্লিক, মোঃ মাসুদ মল্লিক, মোঃ জসীম মল্লিক, মোঃ শেখ সাদী, মোঃ নাহিদুজ্জামান বাবলু, মোঃ ফয়সাল সিকদার, মোঃ মিন্টু মল্লিক, মোঃ আরিফ মল্লিক, মোঃ বনি আমীন, মোঃ কুদ্দুছ শিকদার, মোঃ আল আমীন হোসেন (রানীপুর), মোঃ পারভেজ জামান সোহেল , মোঃ আবুল বশার (হাজিখালী), মল্লিক সাইফুল ইসলাম পিন্টু, প্রবাসী মোঃ শিপন হোসেন, খালিল গাজী, রিয়াজ সিকদার,রিপন আকন,জুয়েল হাওলাদার, কাকড়াবুনিয়ার আশিকুর রহমান মানিক ও তানভীর ইসলাম রাসেল, রানীপুরের আবুল বশার বাহদুর,সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ফয়সাল, রাজিব মুন্সি,এনামুল মুন্সি রুবেল মাতুব্বর প্রমুখ।

জানা যায়,২০১৮ সালে মেন্দিয়াবাদ,রানীপুর, হাজীখালী, সাতবাড়িয়া,দেউলী ও কাকড়াবুনিয়া গ্রামের কিছু সংখ্যক যুবকদের সমন্বয় “মেন্দিয়াবাদ যুব সমাজ” এর আত্মপ্রকাশ ঘটে। যার ব্যানারে বিভিন্ন সেবা মূলক কর্মকান্ডের পাশাপাশি মেন্দিয়াবাদের সুয়েজ গেটের নির্ধারিত স্থানে প্রতিবছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান