শেরপুর ঝিনাইগাতীতে বীর নিবাসের উদ্বোধন

শেরপুর ঝিনাইগাতীতে বীর নিবাসের উদ্বোধন

হৃদয় হাসান, শেরপুর প্রতিনিধি : অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টাই ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে এর সাথে সরাসরি সংযুক্ত হয় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ওসি (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, লাইলী বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১৪ লক্ষ টাকা ব্যায়ে আজকে ৭ টি বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। ১৪ টি বীর নিবাসের নির্মান কাজ চলমান রয়েছে। পরবর্তীতে পর্যাক্রমে উপজেলার বাকি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান করে দেয়া হবে বলে জানান, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ