মুনাফা বেড়েছে বিডি থাই ফুডের

মুনাফা বেড়েছে বিডি থাই ফুডের

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেডের মুনাফা বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্যমতে, ২০২২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২ পয়সা।

নতুন অর্থবছরের দুই প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা। সেই হিসেবে গত ছয় মাসে শেয়ার প্রতি আয় বেড়েছে ১৬ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৯ পয়সা।

জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আজ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা