ভালোবাসা দিবসে পুলিশের ব‍্যতিক্রমী উদ‍্যোগ

ভালোবাসা দিবসে পুলিশের ব‍্যতিক্রমী উদ‍্যোগ

ময়মনসিংহ প্রতিনিধি : “বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে” এই শ্লোগানে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে ময়মনসিংহে চালু হয়েছে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন কার্যক্রম। মঙ্গলবার সকালে নগরীর টাউনহল প্রাঙ্গণে কোতোয়ালী মডেল থানার ৩ নং বিট পুলিশিং সাইনবোর্ডের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

উদ্বোধনকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সাধারণ মানুষ যাতে পুলিশি সেবার প্রয়োজনে কোন ধরনের হয়রানি ছাড়াই অতি সহজে সেবা পায়, সেজন্য প্রতিটি মোড়, বিটে এবং প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজারে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। উদ্বোধনের পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করেন পুলিশ সুপার।

হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, হেলমেট ছাড়া যে কেউ রাস্তায় বের হলেই ধরবে পুলিশ। আজকে শুধু হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের আমরা সতর্ক করছি। কেউ হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না। নিজে বাঁচুন, অন্যকে সচেতন করতে সাহায্য করুন। এরপর কাউকে হেমলেটবিহীন পেলে জরিমানা করবে পুলিশ, শুনবেনা কোন তদবির।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা, রেঞ্জের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, ওসি (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র রায়, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, এস আই জহিরসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ