চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত

অদুধ, ভৈরব প্রতিনিধি : এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী’র উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩১জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম. জি কিবরিয়া’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) কবির হোসেন, হিসাব সহকারী মো. মনির হোসেন, সার্ভেয়ার মো. মোখলেসুর রহমানসহ এলজিইডি’র কর্মচারীবৃন্দ।

বে-আইনীভাবে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা কারীদের দ্রুত বিচারের আওতায় ও শাস্তি দাবি জানিয়ে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম. জি কিবরিয়া বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান