ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উৎযাপিত

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উৎযাপিত

ঝিনাইদহ প্রতিনিধি : ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহ হানাদার মুক্ত হয়েছিল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান। বক্তব্য রাখেন- সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন, সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজিজুর রহমান প্রমুখ।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান