বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক ভাই কারাগারে, আরেকজনের জরিমানা

বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক ভাই কারাগারে, আরেকজনের জরিমানা

হাাফিজুর শেখ, যশোর : যশোরের বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক ভাই কারাগারে, আরেকজনের জরিমানা।মরা গরু বিক্রির খবরে জনতার ভিড়।যশোরের বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই ভাইয়ের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম এ আদেশ দেন।খোঁজ নিয়ে জানা যায়, মরা গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার ভাই কসাই মানিককে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল দেওয়া হয়। এর আগেও এমন কাজ করে কয়েকবার ধরা খেয়েছিলেন তারা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম বলেন, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক কসাই ও তার ভাই আলম কসাই দীর্ঘ দিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মরা গরুর মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ