শ্রীপুরে নিরাপত্তা চেয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

শ্রীপুরে নিরাপত্তা চেয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী বাক্কার, ইব্রাহিম ও রিপন বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোক্তভোগী পরিবার ও ব্যবসায়ীরা।

রবিবার (৬নভেম্বর)দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভূমিদস্যু রিপন বাহিনীর হাতে বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া শতাধিক ব্যবসায়ী ও ভোক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।

এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা মাদক সেবনের টাকার জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর করেছে বলে মানববন্ধনে অভিযোগ করেন অনেকে।

পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ভোক্তভোগী পরিবারের সদস্য আব্দুল খালেক বলেন, তাঁর মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার জন্য এই বাহিনী মার্কেটে ভাংচুর ও বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। যার কারনে এখন তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করেন। তাই তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্তদের মধ্যে দুলাল মিয়া দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধ থাকায় এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ