অবশেষে সেই কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন

অবশেষে সেই কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবনে সাঁটানো ব্যানার-পেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেন।

গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কলেজ ভবনসহ মাঠের আশপাশে ব্যানার-ফেস্টুন সাঁটান নেতাকর্মীরা। ব্যানার আর ফেস্টুনে পুরো কলেজ ভবন ঢেকে দেওয়া হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে কলেজটিকে দলীয় কার্যালয় হিসেবে অভিহিত করেন।

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৫ অক্টোবর সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, নির্দেশ মোতাবেক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেছেন।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ