গজারিয়ার উপ-নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী মনিরুল হক মিঠুর মনোনয়নপত্র দাখিল

গজারিয়ার উপ-নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী মনিরুল হক মিঠুর মনোনয়নপত্র দাখিল

গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নে উপনির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, সরকারদলীয় মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মোঃ মনিরুল হক মিঠুর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু তার নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান জিতু সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়নপত্র দাখিল শেষে নৌকা প্রার্থী মনিরুল হক মিঠু জানান, হোসেন্দী ইউনিয়ন এর জনগণ নৌকা প্রতীক প্রার্থী হিসেবে সরকারের নিরপেক্ষ ভোট পদ্ধতির চ্যালেঞ্জিং ইভিএম প্রক্রিয়ায় ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন। হোসেন্দী ইউনিয়নের সকল স্তরের মানুষের মৌলিক চাহিদা শিক্ষা,বস্ত্র,বাসস্থান ,চিকিৎসা বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া জানান মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন দাখিল হয়েছে । প্রার্থীরা হলেন মোঃ শাহপরান,রিয়াদ হোসেন দাউদ, হাজী মাহবুব হোসেন, মনিরুল হক মিঠু সহ মোট ৪ জন ।

তিনি আরও জানান ইভিএম নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।এই প্রক্রিয়ায় ব্যালট ছিনতাই, জাল ভোট দেয়ার কোন সুযোগ নেই । আগামী দুই নভেম্বর ২০২২ইং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ