কুলিয়ারচরে নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অদুধ, ভৈরব প্রতিনিধি : “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তামিনা হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা বেগম, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, কুলিয়ারচর পৌর সচিব কারার দিদারুল মতিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. তাজুল ইসলাম, কুলিয়ারচর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহম্মদ আরীফুল ইসলাম, আলি হায়ার শাহিন, আলী সোহেল ও মোছা. নিলুফা আক্তার নীলা প্রমূখ।

আলোচনা সভা পরিচালনা করেন, উপজেলা পরিষদের সিএ মো. ওবায়দুল্লাহ।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ