কক্সবাজারের দুই দিনে ২৬৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের দুই দিনে ২৬৬ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার সময় ১৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

আটক সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে বাংলাদেশিদের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য উখিয়া ও টেকনাফে চেকপোস্টে প্রতিদিন তল্লাশি চালানো হচ্ছে। এ আটক অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত সোমবার উখিয়া থানা পুলিশ একইভাবে তল্লাশি চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ