চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবি, নিহত ৩

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবি, নিহত ৩

বরিশাল সংবাদদাতা : বরিশালের আড়িয়াল খাঁ নদীতে যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় তিন মুসুল্লির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বিকালে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় পড়া ব্যক্তিরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

আজ বিকাল ৫টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের সন্ধান অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান জানান, ট্রলারটিতে কতজন যাত্রী ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ