পুকুরে মিলল ১০ রুপালি জাটকা!

পুকুরে মিলল ১০ রুপালি জাটকা!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ১০ রুপালি জাটকা। মাছগুলো ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা। পুকুরে জাটকা ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।

বুধবার সকালে চরফলকন ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরে এসব ইলিশ ধরা পড়ে। এ সময় উৎসক লোকজনকে ওই ইলিশের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করতে দেখা গেছে।

স্থানীয় চরফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি জাটকা ধরা পড়ে। পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এ সময় মেঘনা নদী থেকে আসা লবণপানির সঙ্গে ওই জাটকাগুলো ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। পুকুরে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ওই জাটকাগুলো ধরা পড়ে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান