একাই ১০ উইকেট নিলেন বাংলাদেশে খেলে যাওয়া হোয়াইটহেড

একাই ১০ উইকেট নিলেন বাংলাদেশে খেলে যাওয়া হোয়াইটহেড
স্পোর্টস ডেস্ক : স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে পুরো দশ উইকেট নেওয়া যে কোনো বোলারের জন্যই স্বপ্নের মতো। শনিবার এ কীর্তি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার শন হোয়াইটহেড। যিনি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে খেলে গেছেন বাংলাদেশে।

শনিবার চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ১০ উইকেট নিয়েছেন হোয়াইটহেড। তার বোলিং তোপে মাত্র ১৮৬ রান তাড়া করতে নেমে ইস্টার্নস অলআউট হয়ে গেছে ৬৫ রানে। হোয়াইটহেডের দল জিতেছে ১২১ রানের বড় ব্যবধানে।

বাংলাদেশে হওয়া ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ছয় ম্যাচের সবকয়টিই খেলেছেন হোয়াইটহেড। সেই ছয় ম্যাচে ২৬ গড়ে ঠিক ছয় উইকেটই নিয়েছেন তিনি। এখন ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮১ রান ও ৩৯ উইকেট শিকার করেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।

হোয়াইটহেডের ৩৬ রানে নেওয়া ১০ উইকেট দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে প্রায় ১১৫ বছর আগে ১৯০৬ সালে ইস্টার্ন প্রভিনসের হয়ে লেগস্পিনার বার্ট ভোলার মাত্র ২৬ রানে নিয়েছিলেন ১০টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া সবশেষ বোলার ছিলেন সিমার মারিও অলিভার। ২০০৭ সালের ডিসেম্বরে ওয়ারিয়র্সের হয়ে ৬৫ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর