ভারি বৃষ্টি, ভারত-শ্রীলঙ্কায় ৪১ জনের মৃত্যু

ভারি বৃষ্টি, ভারত-শ্রীলঙ্কায় ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় আবহাওয়া দপ্তর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কিছু রাস্তা ও নিচু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়া সরে যাওয়ায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে।

ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য তামিলনাড়ুর আবহাওয়াবিদ প্রদীপ জন বলেন, সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে। এখন কেবল মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। নিয়মিত বিরতিতে বৃষ্টি হবে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ভূমিধসে পাঁচজন আহত হয়েছেন বলেও জানান দেশটির কর্মকর্তারা।

এদিকে ভারতের তামিলনাড়ুতে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ভারি বৃষ্টিতে রাজ্যটির রাজধানী চেন্নাইয়ের অনেক অংশ জলাবদ্ধ হয়ে পড়েছে। সেখানকার সরকারি কর্মকর্তারা কোমর সমান পানিতে আটকা পড়া লোকজনকে উদ্ধার করতে পাম্প ব্যবহার করছেন। নিচু এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তামিলনাড়ুর অনেক স্কুল, কলেজ এবং কিছু স্থানে ট্রেন পরিষেবা এখনো বন্ধ আছে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ