চীনে ১১৬ বছরের মধ্যে তুষারপাতের রেকর্ড

চীনে ১১৬ বছরের মধ্যে তুষারপাতের রেকর্ড

চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শহর শেনিয়াংয়ে গড় তুষারপাত ৫১ সেমি বা ২০ ইঞ্চিতে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ১৯০৫ সালের পর এটাই সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।

jagonews24

এছাড়াও চীনের মঙ্গোলিয়ায় ভারি তুষারপাতের কারণে একজন মারা গেছেন ও প্রায় ছয় হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গোলিয়ান শহর টংলিয়াওর আবহাওয়াবিদরা বলছেন, তুষারপাতের ঘটনা আকস্মিক।

এরই মধ্যেই মঙ্গোলিয়া ও উত্তর-পূর্ব চীনজুড়ে ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় মোট ২৭ বার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে রোববার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে ১৪ ডিগ্রি কমে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক করে বাড়িগুলোকে উষ্ণ রাখার প্রচেষ্টা জোরদার করছে। এছাড়া বাজার ও মুদি দোকানগুলোকে খাদ্য সরবরাহ বাড়াতে এবং দাম কমানোর আহ্বানও জানিয়েছে তারা।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ