শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কেননা সবার কাছে জীবনের নিরাপত্তাটা আগে। আমরা কেউ চাইব না আমাদের ছেলে-মেয়েদের ক্ষতি হোক। কিংবা অন্য কারও ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, আমরা সে অনুযায়ী আগাচ্ছি।

তিনি আরও বলেন, সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সংক্রমণেরা হার কমানো সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

More News...

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ