গ্রিলিশকে কিনতে রেকর্ড ভাঙল ম্যানসিটি

গ্রিলিশকে কিনতে রেকর্ড ভাঙল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটা শেষ পর্যন্ত সত্যিই হলো। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে এস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি। আগামী ছয় বছর সিটিতে খেলতে এই চুক্তিতে সই করেছেন গ্রিলিশ।

ইংলিশ ফুটবলে গতকালের আগ পর্যন্ত সবচেয়ে বেশির টাকার দলবদল ছিল পল পগবার। ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে পগবাকে কিনে এনেছিল জুভেন্টাস। সেটিই ছিল এত দিন পর্যন্ত ইংলিশ ফুটবলে সবচেয়ে বড় অঙ্কের দলবদল। এবার গ্রিলিশকে দিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল ম্যানসিটি।

সিটিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় গ্রিলিশ বলেন, ‘একজন অন্যতম সেরা কোচের অধীনে সিটি দেশের সেরা ক্লাব। এই ক্লাবের অংশ হওয়া স্বপ্নপূরণের অংশ।’

ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে এক নম্বরে উঠলেও দলবদলে সামগ্রিকভাবে গ্রিলিশের অবস্থান এখন ৯ নম্বরে। আগামী রোববার কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে সিটির জার্সিতে অভিষেক হতে পারে গ্রিলিশের।

ম্যানসিটিতে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরে খেলবেন গ্রিলিশ। এর আগে এই জার্সি পরে খেলতেন সিটি ছেড়ে বার্সেলোনায় যাওয়া তারকা সার্জিও আগুয়েরো।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর