৩৭ বছর পর অলিম্পিকে সোনা জিতল রোমানিয়া

৩৭ বছর পর অলিম্পিকে সোনা জিতল রোমানিয়া
স্পোর্টস ডেস্ক : ৩৭ বছর পর অলিম্পিকে সোনার দেখা পেয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। এর আগে ১৯৮৪ সালে লস এঞ্জেলেস অলিম্পিকে সোনার দেখা পেয়েছিল রোমানিয়া।

বুধবার টোকিওতে অলিম্পিকে নারীদের দ্বৈত স্কালস রোয়িং ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার অঙ্কুতা বদনার এবং সিমোনা রাদিস। তারা সময় নিয়েছে ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ড। অলিম্পিকে আবার এই টাইমিং হচ্ছে রেকর্ড।

নিউজিল্যান্ডের ব্রুক ডনঘুই এবং হ্যানা ওসবোর্ন জিতেছেন রৌপ্য পদক এবং ডাচ দলের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ড জিতেছেন ব্রোঞ্জ পদক।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর