লক্ষ্মীপুরে সেই ইউপি সদস্যের অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরে সেই ইউপি সদস্যের অবৈধ স্থাপনা উচ্ছেদ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের চাঁদখালী বাজার এলাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) বাজারের পশ্চিম এলাকায় ওয়াপদাখালের পাশে নির্মাণাধীন ওই ঘর ভেঙে ফেলা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম প্রায় ৪০ শতাংশজমি দখল করে খামারের ঘর নির্মাণ করছিলেন। এতে ঘরের ভিটে ভরাটের সুবিধার্থে পাশে সরকারি মাটির রাস্তা কেটে ফেলা হয়। এনিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের নজরে আসে। পরে তার নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ওই ঘর অপসারণ করেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, ‘সরকারি জমি দখল করে ঘর নির্মাণ শুরু হলে জেলা প্রশাসকের নির্দেশে ওই ঘর ভেঙে দখলমুক্ত করা হয়েছে।’

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন