গজারিয়ায় লকডাউনের  প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠানবন্ধসহ বিভিন্ন জনকে জরিমানা 

গজারিয়ায় লকডাউনের  প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠানবন্ধসহ বিভিন্ন জনকে জরিমানা 
গজারিয়া ( মুন্সিগঞ্জ ) প্রতিনিধি :  মুন্সিগঞ্জের গজারিয়ার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । সরেজমিনে দেখা যায় শুক্রবার সকাল থেকে  হোসেন্দি বাজার,  জামালদি,  ভবেরচর, বাউসিয়া পাখির মোড় বাসষ্টানসহ একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । ভ্রম্যমান আদালতে হোসেন্দী বাজার হার্ডওয়ার দোকান , ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জামালদি বাসষ্ট্যান্ড ঔষধ দোকানের  মালিকে মোটরসাইকেল আরোহী, চা দোকানদার কে মাক্স না পড়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে ।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান ঔষধের দোকান মালিক কর্মচারীদেরকে মাক্স বিহীন থাকায়, হার্ডওয়ার স্টেশনারি দোকান,চা- দোকানদার  স্বাস্থ্য বিধি লংঘন করার কারণে,  সর্বমোট ২৫০০ টাকা অর্থদন্ড  আদায় করা হয়েছে। মহাসড়কে অভিযান কালীন সময়ে জরুরি সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া, এবং বিদেশগামী যাত্রী ব্যতীত কাউকে চলাচল করতে দেয়া হয় নাই। প্রসাশনের কঠোর অবস্থানে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল ফাকা । তবে  জনসাধারনের সচেতনতার অভাবে মাঝে মধ্যে লুকোচুরি খেলছে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন