ঈদ নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা

ঈদ নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ঈদুল আজহার নামাজ চলার মধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রাসাদের কাছাকাছি তিনটি রকেট বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে বিস্ফোরণের বিকট শব্দের মধ্যেও প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্যান্যদের শান্তভাবে নামাজ পড়া চালিয়ে যেতে দেখা গেছে টিভি ফুটেজে। খবর রয়টার্সের।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রিওয়াইজ স্টানেকজাই জানান, প্রাসাদের বাইরে এসে পড়েছিল তিনটি রকেট। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে এই হামলার দায় অস্বীকার করে তালেবান বলেছে, তারা এ ঘটনায় জড়িত নয়।

গতবছর মার্চ মাসে প্রেসিডেন্ট হিসাবে গনির দায়িত্ব গ্রহণের সময়টিতে প্রসাদ প্রাঙ্গনের কাছে এসে পড়েছিল চারটি রকেট। সেই রকেট হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ