মেসিদের কোপা জেতার সম্ভাবনা বেশি

মেসিদের কোপা জেতার সম্ভাবনা বেশি

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই কোপা আমেরিকার শিরোপা ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে সকাল ৬টায়। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে সারা বিশ্বে চলছে চুল ছেরা বিশ্লেষণ। এর বাহিরে নয় বাংলাদেশও। দেশের ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাফুফে বস কাজী সালাউদ্দিন কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কথা বলেছেন।

দেশের কিংবদন্তি এই ফুটবলার বলেন, ‘ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলের জন্যই সমান সুযোগ। দুই দলই শিরোপার জন্য ক্ষুধার্ত।’

মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের সমশক্তির হলেও কাজী সালাউদ্দিন মেসিদের সম্ভাবনাই বেশি দেখছেন। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার পক্ষে যাব। সেখানে মেসি, ডি মারিয়ার মতো ফুটবলার রয়েছে। ফিফটি ফিফটি চান্সগুলো ফুল চান্স করতে পারে। তারা ম্যাচের চিত্র বদলাতে সক্ষম।’

ক্ষুদে ফুটবলের যাদুঘর বলা হয় লিওনেল মেসিকে। তার ব্যাপারে বাবুফে সভাপতি বলেন, ‘মেসির এটাই হয়তো শেষ সুযোগ কোপা জেতার৷ সে অবশ্যই শিরোপার জন্য ক্ষুধার্ত থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি অবশ্যই একটা বড় ফ্যাক্টর।’

আর্জেন্টিনার পক্ষে যুক্তি দিলেও ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচে সেভাবে কোন দলের সমর্থন থাকছে না তার।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর