দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া রোনালদোই জিতবেন গোল্ডেন বুট!

দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া রোনালদোই জিতবেন গোল্ডেন বুট!
স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষের ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। রোববার দিবাগত রাতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও ইতালি। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এ দুই দলের কেউই সবার ওপরে নয়।

বরং দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে রয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার সুযোগ। কেননা ফাইনালের আগপর্যন্ত রোনালদোই যে রয়েছেন গোলদাতাদের তালিকায় সবার ওপরে।

কিন্তু ইউরো কাপের নিয়ম অনুযায়ী গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে রোনালদো। কারণ ৫ গোলের পাশাপাশি ১টি এসিস্টও রয়েছে তার। অন্যদিকে ৫ গোল করলেও কোনো এসিস্ট করতে পারেননি শিক। ফলে এসিস্টের কারণে এগিয়ে রোনালদো।

অবশ্য রোববারের ফাইনাল ম্যাচে সুযোগ থাকছে ইংল্যান্ডের দুই খেলোয়াড় হ্যারি কেইন ও রহিম স্টারলিংয়ের সামনেও। চলতি আসরে এখনও পর্যন্ত ৪ গোল করেছেন হ্যারি কেইন। স্টারলিংয়ের গোল তিনটি। কেইনের কোনো এসিস্ট নেই। তবে একটি এসিস্ট করেছেন স্টারলিং।

ইউরো কাপের নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড়ের মধ্যে গোলসংখ্যা সমান হলে দেখা হবে এসিস্ট সংখ্যা। যদি গোল-এসিস্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে কোন খেলোয়াড় কম সময় খেলেছেন।

যেহেতু মাত্র ৩৬০ মিনিট খেলে ৫ গোল ও ১ এসিস্ট করেছেন রোনালদো, তাই দুই বা ততোধিক খেলোয়াড়ের মধ্যে গোল-এসিস্ট সমান হলে গোল্ডেন বুট জিতবেন রোনালদোই। তাই গোল্ডেন বুট পেতে হলে ফাইনাল ম্যাচে বিশেষ কিছুই করতে হবে কেইন-স্টারলিংদের।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর