দ্বিতীয় সারির দলের কাছেও গো-হারা হারলো পাকিস্তান

দ্বিতীয় সারির দলের কাছেও গো-হারা হারলো পাকিস্তান
স্পোর্টন ডেস্ক : পুরো একাদশই পরিবর্তন করা হয়েছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজে যে একাদশ খেলেছিল, সেই একাদশে পুরোপুরি পরিবর্তন আনা হয়েছে। সম্পূর্ণ নতুন একটি একাদশ নিয়েও পাকিস্তানকে গো হারা হারিয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে জিতেছে ইংলিশরা। সে সঙ্গে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন বেন স্টোকস।

পাকিস্তানকে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে দেয়ার পর টি-টোয়েন্টি স্টাইলে খেলে মাত্র ২১.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ইংলিশরা। ডেভিড মালান ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। জ্যাক ক্রাউলি ৫০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। ৭ রানে আউট হয়েছেন অভিষিক্ত ফিল সল্ট।

শাকিব মাহমুদ আসলে ব্রিটিশ নাগরিক হলেও পাক বংশোদ্ভূত। স্বাভাবিকভাবেই ঘরের ছেলের সৌজন্যেই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নাস্তানাবুদ হতে হল পাকিস্তানকে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। শুরুতে ব্যাট করতে নেমেই শাকিব ঝড়ের কাছেই মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে থাকে পাকিস্তান। তার মধ্যে ওপেন করতে নেমে ইমাম-উল হক শূন্য রানেই প্রথম বলে আউট হন।

জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির মেজাজে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। ১ উইকেট হারিয়ে ২১.৫ ওভারে ১৪২ রান তুলে ফেলে তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে প্রথম একদিনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বেন স্টোকসের ইংল্যান্ড।

এ দিন ইংল্যান্ডের খেলা দেখে কে বলবে, এটি তাদের দ্বিতীয় দল। যে দলটি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সেভাবে কোনও প্রস্তুতিই নিতে পারেনি। ইংল্যান্ড শিবিরে করোনা হানা দেওয়ায় মূল দলের প্রায় সব খেলোয়াড়ই এখন আইসোলেশনে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই সিরিজে ইংল্যান্ডের দ্বিতীয় দল বাবর আজমদের মুখোমুখি হয়েছে।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর