কোম্পানীগঞ্জ ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জ ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোনের বাসায় বুধবার রাতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জার অনুসারীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দিয়েছে দুই পক্ষ।

বুধবার রাত ৮টার দিকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশীদ মঞ্জু। এ হামলার প্রতিবাদে সেতুমন্ত্রীর ছোট বোন রোকেয়া বেগমের নেতৃত্বে রাত ১০ টায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নিয়ে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করা হয়।

মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা মেয়র আবদুল কাদের মির্জার সন্ত্রাসীবাহিনী রোকেয়া বেগমের ছেলে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। বসুরহাট বাজারের শত শত মানুষের সামনে কাদের মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসীবাহিনী হামলা চালিয়েছে।

বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন মঞ্জু। এর পরপরই কাদের মির্জার একান্ত সহাকরী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোম্পানীগঞ্জে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিনের মোবাইল নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান