সাইনবোর্ড মহাসড়ক কেন যানজট ?

সাইনবোর্ড মহাসড়ক কেন যানজট ?

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম সাইনবোর্ড মহাসড়কে প্রতিনিয়ত কেন যানজট সৃষ্টি হয় ? এ নিয়ে জনমনে সবসময় প্রশ্ন থেকেই যায়। মূলত সাইনবোর্ড চৌ-রাস্তা মোড় চারদিকে সড়ক ও ফুট ওভারব্রীজে এবং রাস্তা উন্নয়নের কাজ চলছে।উন্নয়নের কাজ চলা অবস্থা রাস্তা খানা-খন্দ করে রাখা হয়েছে চতুরপাশ তাই চারদিকে মহাজটে সৃষ্টি হচ্ছে। সাইনবোর্ড চৌরাস্তা মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আউট গোয়িং এবং ইনকামিং যানজট দেখতে পাওয়া যায়। নারায়ণগঞ্জ ও ডেমরামুখী সড়কে স্বল্প যানজট লেগে থাকে। এ ব্যাপারে মহাসড়কের সফল দায়িত্ব কর্তব্যরত কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ দায়িত্ব গ্রহণের পর মহাসড়ক অনেকটাই যানজট নিরসন হয়েছে। কেননা আপনারা গনমাধ্যম কর্মীরা দেখেছেন সাইনবোর্ড মহাসড়ক চৌ-রাস্তার মোড় কিভাবে রাস্তা ও ফুটওভার ব্রীজের কাজ করছে।মহাসড়কের মাঝখানে পিলার কাজ চলছে ,এই কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কে যানজট নিরসন করতে সময়ের ব্যাপার মাত্র।আমাদের হাইওয়ে কর্তব্যরত পুলিশ সবসময় মহাসড়ক সম্পর্কে সচেতন রয়েছে। সাইনবোর্ড মহাসড়কে হাইওয়ে পুলিশের টি আই ফারুক ও কর্তব্যরত হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।আপনারা গনমাধ্যমকর্মী সাইনবোর্ড মহাসড়ক কেন যানজট ? এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।আমাদের দায়িত্ব ও কর্তব্য কোন অবহেলা আছে কিনা ? যদি থাকে আমাদের জানালে আমরা আরো বেশি করে সচেতন হতে পারবো। লকডাউন থাকা অবস্থায় সাইনবোর্ড মহাসড়কের কাজ যত দ্রুতগতিতে হবে ।মহাড়সড়ক যানজট নিরসন করতে ততই সহজ হবে। সাইনবোর্ড মহাসড়ক দুরপাল্লার গাড়ি যানজটে পড়তে হবে না।তিনি আরো বলেন ,মহাসড়কের চৌ-রাস্তা মোড় ও গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে দুই থেকে তিন শিফটে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।দিন-রাত ও রোদ-বৃষ্টি সবসময় হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব কর্তব্য ও পালন করে পরিবহন এবং জনসেবায় নিয়োজিত রয়েছে।গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের মোঃ আলী আহম্মদ খাঁন সারের সঠিক দিক নির্দেশনায় মোতাবেক মহাসড়ক হবে পরিবহনের জন্য যানজট মুক্ত মহাসড়ক।পুলিশ সুপারের নির্দেশনায় মহাসড়কে সিসি ক্যামেরায় আওতাধীন করা হবে।কোথাও কোন পরিবহন যানজট সৃষ্টি করলে তৎক্ষনাৎ হাইওয়ে পুলিশ তার বিরুদ্ধে আইনানুজ্ঞ ব্যবস্থা গ্রহন করবে।সরকার নিষিদ্ধঘোষিত কোন পরিবহন মহাসড়কে উঠলে তা আইনের আওতায় আনা হবে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান